রিয়াজ ওসমানী

১২ ডিসেম্বর ২০২২

দন্ডবিধির ৩৭৭ ধারার অনানুষ্ঠানিক বাংলা অনুবাদঃ

“যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো নর, নারী বা প্রাণীর সাথে প্রকৃতি বিরুদ্ধ কোনো যৌনাচারে লিপ্ত হবে, তাকে যাবজ্জীবনের জন্য কারাদন্ড, অথবা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত যে কোনো প্রকারের কারাদন্ড ও সাথে জরিমানায় দন্ডিত করা হবে। ব্যাখ্যাঃ এই ধারায় বর্ণিত অপরাধের জন্য যেই যৌনাচারটি মুখ্য, তা হচ্ছে অনুপ্রবেশ।”

এটাকে সংশোধন করা যাবে এইভাবেঃ

“যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো প্রাণীর সাথে বা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে প্রকৃতি বিরুদ্ধ কোনো যৌনাচারে লিপ্ত হবে, তাকে যাবজ্জীবনের জন্য কারাদন্ড, অথবা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত যে কোনো প্রকারের কারাদন্ড ও সাথে জরিমানায় দন্ডিত করা হবে। ব্যাখ্যাঃ এই ধারায় বর্ণিত অপরাধের জন্য যেই যৌনাচারটি মুখ্য, তা হচ্ছে অনুপ্রবেশ।”

বাংলাদেশের সর্বোচ্চ আদালতে রিট আবেদন করে ৩৭৭ ধারাকে এইভাবে সংশোধন করতে পারলে বিরাট একটা ঝামেলা থেকে মুক্ত হওয়া যাবে। এবং ৩৭৭ ধারা সম্পূর্ণ বিলুপ্ত করার চেয়ে এই সংশোধনটা আনা আরেকটু সহজ হতে পারে।

এখানে উল্লেখ্য যে ৩৭৭ ধারার বর্তমান সংজ্ঞা অনুযায়ী নারী সমকামীদেরকে সহজে অপরাধী হিসেবে চিহ্নিত করার অবকাশ নেই। অর্থাৎ, বাংলাদেশে নারী সমকামীরা অপরাধী নয়। শুধু পুরুষ সমকামীরা অপরাধী।

Leave a comment