রিয়াজ ওসমানী

১১ ফেব্রুয়ারী ২০২৪

মিয়ানমারে নোংরা ভূমিকা এখন একটা দেশেরই বিদ্যমান। আর তা হচ্ছে চীন। সুবিধা মতো তারা এত দিন সামরিক জুন্তাকে সমর্থন করে এসেছে (সাথে ঐ জুন্তা দ্বারা রোহিঙ্গাদের গণহত্যাকে)। আর এখন তারা একই সাথে সামরিক জুন্তার বিরুদ্ধে লড়াই করা আরাকান আর্মি সহ সকল গণতন্ত্রকামী শক্তিকে সমর্থন করছে, যেহেতু সামরিক জুন্তার হেরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এরকম নোংরামি পৃথিবীর বাকি পরাশক্তিদেরকেও হার মানায়।

রোহিঙ্গাদের গণহত্যা চলাকালীন মিয়ানমারের সামরিক জুন্তার বিরুদ্ধে অনেক রকম ব্যবস্থা নেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ জাতি সঙ্ঘে অনেকগুলো প্রস্তাব এনেছিল, যার প্রতিটাই প্রতিষেধ করেছে (ভেটো দিয়েছে) রাশিয়া ও চীন। আর শেখ হাসিনা বাংলাদেশকে এদের বলয়ে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে একটি ভূরাজনৈতিক বিপদের দিকে নিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রকে সাধুবাদ দিতে হবে যে তারা রোহিঙ্গাদের গণহত্যার পর সামরিক জুন্তার অনেক সদস্য ও তাদের পরিবারের উপর হরেক রকমের নিষেধাজ্ঞা জারি করেছে। এটাও উল্লেখ করতে হবে যে গণহত্যা থেকে নিজেদের বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা সকল রোহিঙ্গাদের ভরণ পোষণের অধিকাংশ খরচ বর্তমানে বহন করছে যুক্তরাষ্ট্র।

Leave a comment