রিয়াজ ওসমানী
২০ এপ্রিল ২০২৪
বাংলা সংষ্কৃতি ও ইসলামী মূল্যবোধের তথাকতিত রক্ষকগণ, যারা “বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স” নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে বাংলাদেশের সমকামীদেরকে চিহ্নিত করে তাদেরকে হেনেস্তা, সামাজিক ও পারিবারিকভাবে অপমান, এবং তাদের জীবন তছনছ করে দেয়ার হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।
অন্যদের বিচার করার আগে প্রথমে আয়নায় নিজের দিকে তাকান। বাঙালী ও ইসলামী মূল্যবোধ আপনাদের ব্যক্তিগত জীবনে কত শতাংশ প্রস্ফুটিত হয়েছে সেই দিকে নজর দিন। দেখবেন যে অনেক দিক থেকেই আপনাদের এই সব কর্মকান্ড ভন্ডামি ছাড়া আর কিছু না।
সমকামিতা একজনের জন্মগত এবং অপরিবর্তনীয় যৌন প্রবৃত্তি। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে চিকিৎসাবিজ্ঞান মহলে সকলেরই জানা। কাজেই এখানে সমকামীরা বিষমকামীদের মতো করে জীবনযাপন করবে, এই প্রত্যাশাটা রীতি মতো অন্যায় – ঠিক বিষমকামীরা সমকামীদের মতো করে জীবনযাপন করবে, সেই প্রত্যাশাটার মতো। বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর ৫-১০ শতাংশ নর ও নারী সমকামী। এটা মানব সভ্যতার শুরু থেকেই বিদ্যমান, ভবিষ্যতেও তাই থাকবে।
এবার ধর্মের কথা টানবেন নিশ্চয়ই। সৃষ্টিকর্তায় বিশ্বাস করলে এটাও মানবেন যে সৃষ্টিকর্তাই সমকামী, উভকামী, রূপান্তরকামী, অদ্বৈত, আন্ত:লিঙ্গ প্রভৃতি মানুষদেরকে সেভাবেই তৈরি করেছেন। এখানে পাপ পুণ্যের বিচার তাঁর উপরেই ছেড়ে দিতে হবে৷ সৃষ্টিকর্তা আপনাদেরকে অধিকার দেননি তাঁর দায়িত্বটা আপনাদের নিজেদের ঘাড়ে নিয়ে নেয়ার।
আর অনলাইন জগতে বা তার বাইরে নির্দিষ্ট একটি গোত্রের মানুষদেরকে এভাবে হেনেস্তা করার অধিকার আপনাদেরকে কেউ দেয়নি। আপনারাই আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট কীট পতঙ্গ। ভন্ডের সর্ব শ্রেষ্ঠ উদাহরণ। অধমেরও অধম। আপনাদের এই সব কর্মকাণ্ড থামিয়ে দিন। আপনাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা কতৃপক্ষ দ্বারা কী ব্যবস্থা নেয়া যায় তার সমস্ত পথ বের করা হবে।