শান্তি

রিয়াজ ওসমানী

৩০ মে ২০২৪

ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘাতের বিষয়ে আমাদের সকলকেই চরম একপেশে অবস্থান থেকে সরে আসতে হবে। কারণ এতে এই সংঘাতটির কোনো সুরাহা আশা করা যাবে না। আমাদের সকলকে দুই রাষ্ট্রের মৃত প্রক্রিয়াটির পেছনে আবারও ছুটতে হবে, যেই সমাধানের মাধ্যমে ইসরায়েল এবং প্যালেস্টাইন নামের দুটি পৃথক এবং স্বাধীন দেশ, শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি বসবাস করবে।

যদিও এই মুহূর্তে এটিকে একেবারেই অবাস্তব ও আজগুবি মনে হতে পারে, আমরা প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতিগন, বিল ক্লিনটন এবং বারাক ওবামা, যখন তারা ক্ষমতায় ছিলেন, তাদের প্রচেষ্টায় সেখানে প্রায় পৌঁছে গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত, সেই সময়গুলোতে ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় প্রতিনিধিদলই চূড়ান্ত সমঝোতায় একমত হতে পারেনি। কিন্তু এটা আবার চেষ্টা করা আবশ্যক।

এবং এটি ঘটতে হলে, ইসরায়েলিদেরকে একটি বামপন্থী সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে এবং ফিলিস্তিনিদেরকে ফাতাহকে পুনরায় নির্বাচিত করতে হবে। তারপরে দুইপক্ষ থেকেই ইচ্ছুক এবং মধ্যপন্থী প্রতিনিধিরা মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ, আরব লীগ ইত্যাদিদের পৃষ্ঠপোষকতায় আবারও একটি টেবিলের চারপাশে বসতে পারে। উভয় পক্ষের চরমপন্থীরা অতীতে অনেক চেষ্টা করেছিল যাতে আমরা কখনই দুই রাষ্ট্র সমাধানে পৌঁছাতে না পারি। এমনটা আর হতে দেওয়া যাবে না।

Leave a comment